বিলুপ্ত মানবিকতা
- আভিষেক দত্ত
অন্ধকারের আঙিনাতে,
আজ কোন নির্মল আলোর বিচ্ছুরণ,
সাদা কালো এই দুনিয়াতে,
কোন নতুন রঙের উৎপাদন।
শান্তির কোন অজানা কোনে,
নীরবতার কোন অদেখা প্রান্তে,
অসাধারণ কোন অজানার বিরুদ্ধে,
এ কোন নেশার বিবরণ।
যুদ্ধ আজ এসেছে দ্বারে,
নীরবতা ছড়িয়েছে সর্ব দিকে
বিনা অস্ত্রে আমার যুদ্ধে,
সর্বকালের শান্তি প্রস্তাব জ্বালিয়ে,
আজ আমার মনে কিসের এই বিবরণ।
যুদ্ধ বোধয় শেষ হয়ে গেছে,
কোটি কোটি মানসিকতার মৃত্যু দিয়ে,
আজ শ্মশানসম এই দুনিয়াতে,
এ কেমন আমি একনায়ক।
সর্বহারা এই বিশাল মানবতার জগৎ,
আজ মানসিকতাহীন,
অসাধারণ আমাদের এই সমাজ,
আজ অমানবিক।
তাহলে হতে দাও আমাকে অমানব,
ছিঁড়ে ফেলতে দাও যত নিয়ম-কানুন,
ভেঙে ফেলে যত মানসিকতার দেওয়াল,
উড়িয়ে দিয়ে এই সভ্যতার অভিধান,
আমায় বিদায় নিতে দাও।
___________
[আভিষেক দত্ত, শ্রেণি- দ্বাদশ, বিভাগ- ‘ঘ’,ক্রমিক সংখ্যা- ০১ ]